× Warning! Check your Cooke | Total Visitor : 86850

রাজশাহী

Published :
24-12-2023
08:16:52pm

Total Reader: 79



রাজশাহীর ৬টি আসনে স্বতন্ত্র প্রার্থী ৯ ও দলীয় ৩৩ জন


মনোনয়ন জমা দিয়েছিলেন ৬০ জন 

রাজশাহী অফিস : রাজশাহীর ৬ টি সংসদীয় আসনে মোট ৪২ জন প্রার্থীর নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ৯ জন স্বতন্ত্র প্রার্থী এবং ৩৩ জন দলীয় প্রার্থী। জেলা প্রশাসনের কার্যালয়ে ৩৮ জনের প্রতীক বরাদ্দ করা হয় সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা রিটারনিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ। বাকি ৪ জন আবেদন করে তাদের প্রার্থীতা ফিরে পান। এর আগে মোট ৬০ জন মনোনয়ন জমা দেন।

রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ৪ জন, রাজশাহী-২ এ এক জন, রাজশাহী-৩ এ কোন স্বতন্ত্র প্রার্থী নাই, রাজশাহী-৪ এ স্বতন্ত্র দুই জন, রাজশাহী-৫ এর এক জন এবং রাজশাহী-৬ এ এক জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের দাবি তারা স্বতন্ত্র নয় প্রত্যেকেই দিলের বিদ্রোহী প্রার্থী।

এদিকে প্রতীক পেয়েই প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারনা শুরু করে দিয়েছেন। পাশাপাশি প্রার্থীদের পোস্টার ও ব্যানার টাঙ্গানো হচ্ছে এলাকাগুলোতে।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে ১১ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ৪ জন। প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি ট্রাক, স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী কাঁচি, আখতারুজ্জামান ঈগল ও আয়েশ আখতার ডালিয়া বেলুন প্রতীক, তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু সোনালী আঁশ, ন্যাশনাল পিপল্স পার্টির নুরুনন্নেন্সা (এনপিপি) আম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ ছড়ি, জাপার মোহাম্মদ শামসুদ্দিন লাঙ্গল, জাতীয়তাবাদী আন্দোলনের শামসুজ্জোহা নোঙ্গর, এবং বিএনএফের আল সাআদ টেলিভিশন প্রতীক।

রাজশাহী-২ (সদর) আসন থেকে ৭ জন প্রতীক পেয়েছেন। আসনটিতে কোন স্বতন্ত্র প্রার্থী নাই। প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন, ওয়াকার্স পার্টর সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় জোট নেতা ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীক, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি স্বতন্ত্রপ্রার্থী শফিকুর রহমান বাদশা কাঁচি, জাসদের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী মশাল, জাপার প্রার্থী সাইফুল ইসলাম স্বপ্নন লাঙ্গল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের কামরুল হাসান নোঙ্গর, বাংলাদেশ সংস্কৃতিক মুক্তি জোটের ইয়াসির আলিফ বিন হাবিব ছড়ি, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ মারুফ শাহরিয়ার ডাব।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে ৬ জন প্রতীক পেয়েছেন। এই আসনে কোন স্বতন্দ্র প্রার্থী নাই। প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ নৌকা প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মতিউর রহমান নোঙ্গর, জাপার আব্দুস সালাম খান লাঙ্গল, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের এনামুল হক ছড়ি, বিএনএফের বজলুর রহমান টেলিভিশন এবং ন্যাশনাল পিপলস পার্টির সইবুর রহমান আম প্রতীক।

রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে ৬ জন প্রতীক পেয়েছেন। আসনটিতে দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ও আসনটির বর্তমান এমপি এনামুল হক কাঁচি, স্বতন্ত্র বাবুল হোসেন মাথোল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন সাইফুল ইসলাম রায়হান নোঙ্গর, ন্যাশনাল পিপলস পার্টি জিন্নাতুল ইসলাম জিন্না আম, জাপার আবু তালেব প্রাং লাঙ্গল।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে ৬ জন। আসনটিতে একজন স্বতন্দ্র প্রার্থী রয়েছেন। প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান ঈগল, জাপার আবুল হোসেন লাঙ্গল, বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লা একতারা, গণফ্রন্টের মখলেছুর রহমান মাছ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শরিফুল ইসলাম নোঙ্গর প্রতীক পেয়েছেন।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন থেকে প্রতীক পেয়েছেন ৬ জন। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী এক জন। প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন, জাসদের প্রার্থী জুলফিকার মান্নান জামি মশাল প্রতীক, ন্যাশনালস পিপলস পার্টির (এনপিপি) মহসিন আলী আম, স্বতন্ত্রপ্রার্থী রাহেনুল হক রায়হান কাঁচি, জাপার শামসুদ্দিন রিন্টু লাঙ্গল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন আব্দুস সামাদের নোঙ্গর এবং আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলম পেয়েছেন নৌকা প্রতীক।

এসংক্রান্ত আরো সংবাদ : নির্বাচন




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
newsdailyrajshahi@gmail.com
call@ 01750142903